![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F05%2F51054491_303.jpg%3Fitok%3DoYDyiN-4)
সাবমেরিন থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
নতুন এক ধরনের ক্রুজ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সাবমেরিন থেকে প্রথমবারের মতো এ পরীক্ষা চালানো হয়। গতকাল সোমবার রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি ও সিএনএনের।
সর্বশেষ এই অস্ত্র পরীক্ষাকে ‘অজেয়’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্রের উন্নয়নের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেছে যে, পাশ্চাত্যের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার এ সময়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অস্ত্র প্রতিযোগিতায় তারা এগিয়ে থাকবে।