![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-19-20211005194637.jpg)
কারাগার থেকে পালিয়ে গ্রেফতার ফিলিস্তিনি বন্দির অনশন
ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর গত মাসে পুনরায় গ্রেফতার হওয়া বন্দিদের মধ্যে মোহাম্মদ আল আরদাহ একজন। কারাগারের মধ্যে কঠোর আইসোলেশনে রাখায় অনশন শুরু করেছেন তিনি। আল-আরদাহর আইনজীবী সোমবার আসকালানের দক্ষিণ কারাগারে তার সঙ্গে দেখা করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অনশন
- আসামি পলায়ন