![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fparliament-20211005173743.jpg)
বন্ধ পাটকল শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধের সুপারিশ
বন্ধ থাকা সব পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও ভাতার বিষয়ে তথ্যগত ভুল থাকলে, তা উপেক্ষা করে মানবিক বিবেচনায় যথাসম্ভব দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। মঙ্গলবার (৫ অক্টেবার) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।