![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F07%2F7027b961f52433eccaac9c89b8a05f73-61372c8f5a342.jpg)
মিডিয়ার সংকট এবং বিদেশি টিভি চ্যানেল
দেশের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন– সব মূলধারার মিডিয়া এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রধানত তারা আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় করতে পারছে না, দ্বিতীয়ত সংবাদ প্রকাশে সরকারি-বেসরকারি নানা ভয়ভীতি এবং সব শেষে সেলফ সেন্সরশিপ মূলধারার মিডিয়াকে পাঠক-দর্শকদের কাছে গুরুত্বহীন করে তুলেছে। প্রিন্ট মিডিয়ার বাজারে বিদেশি পুঁজি আগমনের পথ রুদ্ধ, তাই পত্রিকাগুলো বিদেশি মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নেই।
কিন্তু টিভি মিডিয়া পড়েছে মহাসংকটে। এখানেও বিদেশি পুঁজি আসার সুযোগ নেই, কিন্তু যেসব বিদেশি চ্যানেল অনুমোদন নিয়ে বাংলার আকাশ দখল করেছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো অর্থ তো নেই, মেধার সংকটও প্রচুর। ফলে প্রতিযোগিতায় তার দৈন্যদশা অতি সাধারণ দর্শকও বুঝতে পারে।