ভিডিও স্টোরি: এগুতে পারেনি বিমাখাত; মূলধন থেকে গেছে ৩০-৪০ কোটি টাকায়
যমুনা টিভি
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ১৬:০১
দশ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে ৩ গুণেরও বেশি। অথচ বিমা কোম্পানীগুলোর পেইড আপ ক্যাপিটাল বা মূলধন থেকে গেছে আগের মতোই ৩০ থেকে ৪০ কোটি টাকায়। বিমাখাত সংশ্লিষ্টরা বলছেন, বিমা গ্রাহক ও শেয়ার হোল্ডার আস্থা বাড়াতে মূলধন বৃদ্ধি সময়ের দাবি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে