তৃতীয় দিনের মতো চুয়েট শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা বর্জন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা অনলাইনে নেওয়া টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন। মঙ্গলবারের (৫ অক্টোবর) প্রথম বর্ষের পরীক্ষায়ও অংশ নেয়নি শিক্ষার্থীরা। সোমবারও (৪ অক্টোবর) তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। একইভাবে রোববার দ্বিতীয় বর্ষের পরীক্ষায়ও অংশ নেননি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া, নির্দিষ্ট সময়ে ল্যাব কার্যক্রম শেষ না করা, পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়া ও নীতিমালা সংশোধনের কথা বলছেন তারা। তাদের দাবি, অনলাইনে পরীক্ষার জন্য কর্তৃপক্ষ যে নীতিমালা করেছে, তা পূরণ করা অনেকের পক্ষে সম্ভব না। আবাসিক হলে থেকে সশরীরে পরীক্ষা দিতে আগ্রহী তারা।