![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F07pick-1-19pic-20211005145640.jpg)
প্রিয় শিক্ষককে কী উপহার দেবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ১৪:৪৫
বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের মতো শিক্ষকও অবদান রাখেন। তার অবদান অস্বীকার করার উপায় নেই।
শিক্ষা দেওয়া থেকে শুরু করে চরিত্র গঠন সবক্ষেত্রেই শিক্ষকরা সবার প্রেরণা হয়ে ওঠে। প্রতিবছর ৫ সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় সব দেশেই।