![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbiman-20211005111420.jpg)
নমুনা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়ে আমিরাতে গেলেন আরও ১৬৭২ প্রবাসী
ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি করোনার নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গেছেন প্রবাসীকর্মীসহ এক হাজার ৬৭২ জন।
সোমবার (৪ অক্টোবর) বিভিন্ন ফ্লাইটযোগে তারা আমিরাতের উদ্দেশে রওনা দেন। জানা গেছে, সোমবার মোট ১ হাজার ৬৭৩ জন যাত্রী ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষার করান। তাদের মধ্যে মাত্র একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি ছাড়া সবাই বিভিন্ন ফ্লাইটযোগে ইউএই যান।