![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fab-bank-20211005105107.jpg)
এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেফতার
প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ।