ভিডিও স্টোরি: হারিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের পাটি শিল্প
ডেইলি স্টার
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ০৯:৪৬
বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী পাটি শিল্পের সঙ্গে এখনো জড়িয়ে আছে মুন্সিগঞ্জের প্রায় শ'খানেক পরিবার। পাটির প্রতিটি বুনন যেন গল্পের আধার। আর সেই গল্পই যেন হারিয়ে যেতে বসেছে আধুনিক বুনন আর কলকারখানায় উৎপাদিত পণ্যের চাপে।
আরও রয়েছে ক্রমবর্ধমান উৎপাদন খরচ, ন্যায্য দাম না পাওয়া ও ক্রেতার অভাব। এসব কারণে অনেকেই বদলে ফেলছেন এই পারিবারিক পেশা।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে মুন্সিগঞ্জের পাটি শিল্প ও এই শিল্পের সঙ্গে জড়িতদের গল্প।
- ট্যাগ:
- ভিডিও
- শীতল পাটি
- ঐতিহ্যবাহী