রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে করণীয়
সাধারণত কোনো দেশের অর্থনীতিতে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা আবশ্যক। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪৮ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, যা দিয়ে ৮ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কভিড-১৯ এর সময়ে যেখানে বিদেশে কর্মী পাঠানোর হার কমে গেছে এবং অনেক কর্মী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন, এমন অবস্থায় বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি বিস্ময়কর ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। অবশ্য গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী, কভিড-১৯-এর সময় রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতির বদলে এখন এই ধারা ক্রমশ নিম্নগামী।