![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567399364.jpg&path=/uploads/news/2021/Oct/05/1633400723414.jpg&width=600&height=315&top=271)
আইএসের আস্তানা গুঁড়িয়ে দিল তালেবান
বার্তা২৪
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২১, ০৮:২৫
আফগানিস্তানের রাজধানীতে জঙ্গিগোষ্ঠী আইএসের সক্রিয় একটি শাখাকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান কর্তৃপক্ষ। সোমবার (০৪ অক্টোবর) তারা এ দাবি করে। আগের দিন রোববার বিকেলে কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত হন। এ হামলার কয়েক ঘণ্টা পর এই দাবি করল তালেবান।
ওই হামলার এক দিন আগে গত শনিবার জালালাবাদ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে নিহত হন চারজন। এসব হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএসকে সন্দেহ করা হচ্ছে।