শিক্ষকেরাই হবেন মূল সহায়ক শক্তি
চমকে ওঠার মতো একটি ছবি। এই ছবি কথা না বলেও অনেক কথা বলে দিয়েছে। ছবিটিতে দেখা যায়, একজন নারী শিক্ষক তার অবুঝ শিশুটিকে পিঠের ওপর পোশাকের কোটরে বসিয়ে রেখে ক্লাস নিচ্ছেন, হাসিমুখে ব্ল্যাকবোর্ডে লিখছেন।
শিশুটি নিশ্চিন্তে ঘুমুচ্ছে মায়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে। ক্যালেন্ডারপিডিয়ার এই ছবি বর্তমানে চলমান অতিমারিতে একজন নিবেদিত শিক্ষকের আত্মনিবেদিত অবদানের কথা তুলে ধরেছে। আত্মনিবেদিত শিক্ষক এমনই হয়। হয়তো ভিন্নভাবে, ভিন্ন অঞ্চলে ভিন্ন ভঙ্গিতে। কিন্তু নিবেদন একটাই, নিজের কষ্ট ভুলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিলানো।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষক
- সম্মান
- বিশ্ব শিক্ষক দিবস