![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fe0e43e59-7af0-4777-953e-7a277d50a5a8%252FUntitled_2.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
মিরপুরে এবার ৪ মেয়েশিশু নিখোঁজ
রাজধানীর মিরপুরে তিন কলেজছাত্রী নিখোঁজ হওয়ার পর এবার চার মেয়েশিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়।
গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। ঘটনার চার দিন পরও তাদের খোঁজ মেলেনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিখোঁজ
- অপরাধ
- শিশু নিখোঁজ