![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/10/04/chandpur-ilish-040921-01.jpg/ALTERNATES/w640/chandpur-ilish-040921-01.jpg)
চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম উদ্বোধন
চাঁদপুর জেলা টাস্কফোর্সের উদ্যোগে মা ইলিশ রক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁদপুর শহরের তিন নদীর মোহনা বড়স্টেশন মোলহেডে এই অভয়াশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।