‘ক্ষমার অযোগ্য অপরাধ’ করেছেন মেয়র জাহাঙ্গীর!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২১, ১২:২৮
নির্বাচন, ইশতেহারসহ নানা কিছু ছাপিয়ে এখন ক্ষমতাসীন শিবিরের আলোচনার কেন্দ্রে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এরই মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে তার ‘কটূক্তি’র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে শোকজও করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ ইস্যুতে দুই গ্রুপ হয়ে গেছে গাজীপুর ও কেন্দ্রীয় আওয়ামী লীগে। অনেকে বিব্রতকর এ বিষয়ে চুপ থাকার নীতিতে আছেন। আবার কেউ কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি তুলেছেন।