ভিডিও স্টোরি: এক দশকের বেশি সময় পরও টাকা পায়নি কেউ, গোপনে সম্পদ বিক্রি করছে ‘যুবক’

যমুনা টিভি প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২১, ১১:৪৭

এক দশকের বেশি সময় কেটে গেলেও শুকায়নি ক্ষত। ভালো কিছু হবে- এই আশায় অর্থ বিনিয়োগ করে এখন নি:শ্ব লাখ লাখ মানুষ। বলছি যুব কর্মসংস্থান সোসাইটি, যুবকের কথা। আরও ভিডিওতে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে