![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmita-20211004090627.jpg)
নিষেধাজ্ঞার খবরে মধ্যরাতেও কারওয়ান বাজারে ইলিশ কেনার হিড়িক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২১, ০৯:০৬
ইলিশের প্রজনন নিরাপদ করতে রোববার মধ্যরাত থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময়ে ইলিশ আহরণ, মজুত, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়। আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে রোববার শেষ দিনে ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিষেধাজ্ঞা অমান্য
- ইলিশ ধরা