শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হচ্ছে
টানা ৪৬ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে আগামীকাল সোমবার (০৪ অক্টোবর) পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হচ্ছে বলে জানা গেছে। এখন শুধু কে-টাইপের ফেরি চলবে। ডাম্ব ও রো রো ফেরি বন্ধই থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, শিমুলিয়ার ৩ নম্বর ঘাটের পূর্ব পাশে ফেরি শাহ জালাল, শাহ মখদুম ও পশ্চিম পাশে ডাম্ব ফেরী কর্ণফুলি ও রাণীক্ষেত রাখা হয়েছে। ২ নম্বর ফেরি ঘাটে এলোমেলো করে বালুভর্তি জিও ব্যাগ ফেলে রাখা হয়েছে। ঘাটটি যান চলাচলের উপযোগী নয়।
১ নম্বর ফেরি ঘাটে বিআইডব্লিউটিসির একটি ফেরি রাখা হয়েছে। ১ নম্বর ফেরি ঘাটের পাশের লঞ্চ ঘাট এবং লঞ্চ ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে নোঙর করে রাখা হয়েছে একাধিক ফেরি। শিমুলিয়া ঘাট থেকে শুধু লঞ্চ চলায় যাত্রীরা লঞ্চে চড়ে পদ্মা নদী পারাপার হচ্ছে।