![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fairport-20211003132107.jpg)
যেভাবে করোনা পরীক্ষা করে আমিরাত গেলেন তিন সহস্রাধিক প্রবাসী
সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) প্রবাসী কর্মীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার নির্ধারিত এক হাজার ৬০০ টাকার ফি মওকুফ হচ্ছে। শুধু তাই নয়, এসব প্রবাসীদের জন্য বিনামূল্যে স্ন্যাকস (নাস্তা) সরবরাহ করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।