![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F03%2Fbrazil_photo.jpg%3Fitok%3DUlXhLT-4)
ব্রাজিলের প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে বিক্ষোভে হাজারও মানুষ
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমেছে হাজারও মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে এই বিক্ষোভ হয়। বিক্ষোভে বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলের পরবর্তী নির্বাচনের ঠিক এক বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করে।