প্রবীণ নাগরিকরা চরম সংকটে
জাতিসংঘের আহ্বানে ১৯৯১ সাল থেকে অক্টোবরের প্রথম দিনটিকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়ে থাকে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’। চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সব বয়স-শ্রেণির জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দিয়ে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। যদিও আমাদের দেশে প্রবীণ নাগরিকের জন্য, বিশেষত দরিদ্র ও নিরক্ষর প্রবীণদের জন্য ‘ডিজিটাল সমতা’ এখনো কথার কথা হয়েই রয়েছে। এ জন্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
- ট্যাগ:
- মতামত
- সঙ্কট
- প্রবীণ নাগরিক