জ্ঞানের প্রকোষ্ঠে বিষণ্ণ বাদুড়

সমকাল রূপা দত্ত প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ০৮:৩০

আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের লালন, আমাদের প্রাণের সব মানুষের কথা ভাবলেই চোখে ভেসে ওঠে লম্বা চুলের শ্মশ্রুমণ্ডিত সৌম্য মুখায়ব। ছোটবেলায় ছড়া কাটতাম 'নজরুল তুমি করেছ ভুল, দাড়ি না রেখে রেখেছ চুল'।


আমার বাবার চুল নিয়ে শৌখিনতার কোনো শেষ নেই। কখনও লম্বা, কখনও ছোট, আবার কখনও মাঝারি। কেবল বাবা নন, তার বন্ধুদের অনেককেই এমনটা দেখেছি। লম্বা চুলের পুরুষ হলে এ দেশের বেশিরভাগ মানুষের মনেই আসে- মানুষটা খুব শিল্পমনা। কবি বোধ হয়? নাকি ছবি আঁকে? কিংবা গায়ক হতে পারে! তা নয়তো নির্ঘাত বাউল মনের মানুষ। পুরুষের লম্বা চুল যেন এ দেশের মানুষের আবেগ আর শিল্পমনের সমার্থক। একদিকে বাংলার বাউল-ফকির, সাধু-সন্ত যেমন সাধনার অংশ হিসেবে লম্বা চুল রাখেন, আবার কোনো কোনো আদিবাসী গোষ্ঠীর পুরুষরাও লম্বা চুল রাখেন তাদের ধর্মীয় বিশ্বাস থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও