ভোটে জনসাধারণের অনাগ্রহ থেকেই গেল

প্রথম আলো মো. কামরুল ইসলাম প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ০৬:৩৬

যত দিন যাচ্ছে সাধারণ মানুষ ততই ভোটের প্রতি আগ্রহ হারাচ্ছে। সংসদ নির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে শূন্য থাকছে ভোটকেন্দ্র। কেন্দ্রগুলো দেখে বোঝার উপায় নেই এখানে ভোট গ্রহণ হচ্ছে। যার সর্বশেষ উদাহরণ সিলেট-৩ আসনের উপনির্বাচন। ৩ লাখ ৫২ হাজার ভোটারের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে কেন্দ্রগুলো কেন ফাঁকা থাকবে? কেন উৎসবহীন থাকবে? সেই প্রশ্নের জবাব খোঁজা দরকার।


রাজনীতি ও ভোটের মাঠে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি এই আসনে নির্বাচনে অংশ নেয়নি। ক্ষমতাসীন দলের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন পরোক্ষভাবে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির প্রার্থী আতিকুল রহমান আতিন। যদিও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত, সাবেক সাংসদ শফি চৌধুরী শেষ পর্যন্ত মাঠে ছিলেন। এরপরও ভোটারের উপস্থিতি ছিল না, তাই ফাঁকা মাঠে গোল দেন নৌকার প্রার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও