ঝালকাঠির শারমিন আক্তারের কথা মনে আছে আপনাদের? ২০১৫ সালে নবম শ্রেণির ছাত্রী থাকাকালে মেয়েটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁর মা। বাবা তখন সৌদি আরবে চাকরি করতেন। মা এক বয়স্ক প্রতিবেশীকে দেখিয়ে বললেন, এই ভদ্রলোকের সঙ্গে তোমার বিয়ে হবে। কাল থেকে স্কুলে যাওয়া বন্ধ। বলতে গেলে গৃহবন্দী। এরপর শারমিন এক সহপাঠীর সহায়তায় বাড়ি থেকে পালিয়ে কাছের থানায় গিয়ে বলেন, ‘মা তাঁকে জোর করে বিয়ে দিতে চাইছেন।’ মেয়েটি মা ও ‘হবু’ বরের বিরুদ্ধে মামলা করেন। এভাবে শারমিন নিজের বাল্যবিবাহ ঠেকিয়েছিলেন। শারমিনকে নিয়ে সে সময় প্রথম আলোর বরিশাল প্রতিনিধি এম জসীমউদ্দিন প্রতিবেদন লিখেছিলেন, ‘সাহসী এক শারমিনের কথা।’
You have reached your daily news limit
Please log in to continue
পথ দেখাক সাহসী কন্যারা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন