![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fb37cc14b-81a9-4835-9ab9-b9776b526226%252FBarishal_DH0579_20211002_gournadi_photo_g1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
গৌরনদী বন্দরে আগুনে পুড়ল ১২ দোকান
বরিশালের গৌরনদী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র গৌরনদী বন্দরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী বন্দরের লেপ-তোশক ব্যবসায়ী বাদশা খলিফার দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন বন্দরের সমবায় গলিতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে বন্দরের বাদশা খলিফার লেপ-তোশকের দোকান, অমল সাহা ও নজরুল ইসলামের হার্ডওয়্যার দোকান, মো. তারেক হোসেন, বিভূতিরঞ্জন, বারেক হাওলাদার ও দুলালের মুদিদোকান, সেকেন্দার বয়াতির টিনের আড়ত, ফজলু ঘরামি, মা মেডিকেল হলসহ ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। আংশিক পুড়েছে অপর দুটি দোকান।
বিজ্ঞাপন