![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpanitedube-man-20211002175206.jpg)
শেরপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
শেরপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপরে সদর উপজেলার জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো- মাহমুদুল হাসান সুয়াইম (১৫) ও রাউফুন (১০)। সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে ও রাউফুন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।