![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fki-20211002154806.jpg)
নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক। এ ঘটনায় হৃদয়কে গ্রেফতার করা হয়। বাবাকে হত্যার ঘটনায় শনিবার (২ অক্টোবর) সকালে বড় ভাই হৃদয়ের নামে থানায় মামলা করেন ছোট ভাই রতন মিয়া। নিহত নিধন মিয়া পৌরসভার দড়িচড়িয়াকোনা গ্রামের বাসিন্দা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নেশাগ্রস্ত
- বাবাকে হত্যা