![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/Shraddha-Kapoor-2110020905.jpg)
ব্রণ দূর করতে মানুন শ্রদ্ধা কাপুরের পরামর্শ
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যিনি তার দক্ষ অভিনয়ের পাশাপাশি গ্লামারাস দিয়ে জয় করেছেন ভক্তদের মন। তবে তারকাদের সব সময় গ্লামারাস দেখালেও আমাদের মতো তাদের ত্বকেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে ব্রণ অন্যতম।
বেশিরভাগ নারীদের মুখে যেমন মাঝে মাঝে ব্রণ উঠে তাদেরও তেমনটা হয়। তবে তারা এর থেকে দূরে থাকতে বা ব্রণ উঠলে তা দূর করতে বিভিন্ন উপায় অবলম্বন করেন।