![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567440500.jpg&path=/uploads/news/2021/Oct/02/1633159216841.jpeg&width=600&height=315&top=271)
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের ছাড়বে ইংল্যান্ড
সর্বশেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে ইংল্যান্ডে খেলা জাতীয় দলের ফুটবলারদের পায়নি ব্রাজিল। আর্জেন্টিনা পেলেও ঘটে যায় হতবাক করা সব কাণ্ড।
আর্জেন্টিনার চার ফুটবলার কোয়ারেন্টিনের নিয়ম না মানায় ব্রাজিলের বিপক্ষে তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিত হয়ে যায়।