![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F02%2F243305744_446482640098916_4100056187448845979_n.jpg%3Fitok%3D9hpRN3DI)
নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর বিএনপির সমাবেশস্থল
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করছে বিএনপি। দীর্ঘদিন পর রাজধানীতে বিএনপির এমন সমাবেশ। মূলত ২০০১ সালের ১ অক্টোবরের ভোটের দিনকে উপলক্ষ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ৮টার মধ্যেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল ৯টা বাজতেই বিএনপি নেতাকর্মীদের স্রোত বাড়তে থাকে এবং সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে রাস্তায়, আশপাশের এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে