![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1-suicide-faridpur-20211002100844.jpg)
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটার ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব হোসেন লিটন (৩২) নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।