![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/10/02/image-280016-1633146541.jpg)
চবিতে পরীক্ষার সময়েও বন্ধ কেন্দ্রীয় গ্রন্থাগার, বিপাকে শিক্ষার্থীরা
প্রায় দেড়বছর শ্রেণিকক্ষে পাঠে না বসতে পারলেও সরাসরি পরীক্ষায় বসতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের। কোনো বিভাগে ইতিমধ্যে শুরু হয়েছে পরীক্ষা। কোনোটিতে চলছে পূর্বপ্রস্তুতি। তবে পরীক্ষার এই সময়ে কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ থাকায় পড়াশোনা নিয়ে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।