দেশের উন্নয়নে রেমিট্যান্স কতটা কাজে লাগে
মোটা দাগে যদি বলা যায় বাংলাদেশের অর্থনীতি যে দুটো বা তিনটা উপাদানের ওপরে দাঁড়িয়ে আছে, তার একটা হলো প্রবাসী আয় বা রেমিট্যান্স। রেমিট্যান্সের অনেক সংজ্ঞা আছে, তবে নগদ টাকার এক স্থান থেকে অপর স্থানে হাতবদলকে আমরা বুঝে থাকি। সাধারণভাবে বিদেশ থেকে অর্থ বা টাকা দেশে আসাকেই আমরা রেমিট্যান্স হিসেবে বুঝি। বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে প্রবাসীদের পাঠানো অর্থ খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক। দেশের অর্থনীতি গতিশীল রাখায় রেমিট্যান্সের ভূমিকা অনেক। কিন্তু প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স দেশের উন্নয়নের সরাসরি কতটা কাজে লাগছে? অর্থাৎ দেশের বড় বড় বিনিয়োগে বা অবকাঠামোগত উন্নয়নে কতটুকু কাজে লাগছে?