![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/10/02/090058current-death.jpg)
জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গাড়িচালকের
নোয়াখালীর সেনবাগে বাসার জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালক। মৃত ওই গাড়িচালকের নাম আকিব হোসেন লিটন (৩২)। তিনি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা বাটইয়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।