সোনাতলায় মানবিক সহায়তার ১২ লাখ টাকার হিসাব নেই
বগুড়ার সোনাতলা উপজেলায় করোনায় মৃত এক নারীকে গোসল করিয়ে সারাদেশে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিনের বিরুদ্ধে ১২ লাখ টাকার হিসাবে গড়মিলের অভিযোগ ওঠেছে। করোনার সময়ে মানবিক সহায়তার ত্রাণসামগ্রী ক্রয়ের সরকারি বরাদ্দ হিসেবে দেওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১১ লাখ ৭৮ হাজার টাকার কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয় দুই হাজার ৫৮টি শুকনো খাবার প্যাকেটের মধ্যে মাত্র ৭০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। অথচ ত্রাণ বিতরণের অফিস ফাইল নোটে ৩৬৪ প্যাকেট করে বিতরণ দেখানো হলেও ইউনিয়নের চেয়ারম্যানগণ মাত্র ১০০ প্যাকেট করে শুকনা খাবার পেয়েছেন। ফাইল নোট ও রেজিস্ট্রারের মধ্যে ব্যাপক গড়মিল লক্ষ্য করা গেছে।