![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdeath-20211001140136.jpg)
সুইসাইড নোটে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরুতে নিজ বাড়ি থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চার পৃষ্ঠার এক সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কন্নড় ও ইংরেজি- এ দুই ভাষা মিলিয়েই লেখা হয়েছে সুইসাইড নোটটি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৌজন্যর সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি।