নির্মাণসামগ্রীর দাম বাড়ায় ধুঁকছে আবাসনখাত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৮:৪৫

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা-বাণিজ্য। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। প্রায় সব ধরনের ব্যবসায় এক প্রকার ধস নামে। আর্থিক সংকটের কারণে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন। করোনার এ প্রভাব পড়ে দেশের আবাসন খাতেও। অনেক ব্যবসায়ীই ব্যাংক লোন আর জমানো অর্থ বিনিয়োগ করে পড়েন সংকটে। স্থবির হয়ে পড়ে ব্যবসা, বন্ধ থাকে নির্মাণকাজ।


তবে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। ঘুরে দাঁড়াতে থাকে আবাসন ব্যবসাও। কিন্তু হঠাৎ করে নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকায় ফের বাড়তে থাকে সংকট। নির্মাণকাজের অন্যতম প্রধান উপকরণ রড, সিমেন্ট, শিট, অ্যাঙ্গেল, বালি আর পাথরের দাম বেড়ে যাওয়ায় বিপুল সংখ্যক নির্মাণাধীন ফ্ল্যাট পড়ে আছে অবিক্রিত অবস্থায়। তবে বাড়তি দাম গিয়ে পড়ছে ভোক্তার ঘাড়েই। লোকসান গুনতে হচ্ছে ক্রেতাদের। আর ব্যবসায়ীরা বলছেন, নির্মাণসামগ্রীর দাম কমলে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টের দামও কমে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও