ভারতে বয়স্কদের ৭০ শতাংশ টিকার আওতায়
ভারতে বয়স্কদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ এবং ২৫ শতাংশ দুই ডোজ টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাছাড়া যেখানে জনসংখ্যার ঘনত্ব ও মানুষের সমাগম বেশি হয় সে সব জায়গা থেকে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এবং যেকোনো ধরনের উৎসব কম পালন করাই বুদ্ধি মানের কাজ বলে সরকারের তরফ থেকে জানানো হয়।