![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/30/basis-jetro-300921-01.jpg/ALTERNATES/w640/basis-jetro-300921-01.jpg)
একশ’ জাপানি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশকে তুলে ধরলো বেসিস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩
বাংলাদেশের আইসিটি খাতে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে সম্প্রতি এক ওয়েবইনারে যোগ দিয়েছেন জাপানের প্রযুক্তি শিল্পের একশ’ প্রতিষ্ঠানের প্রতিনিধি। বিনিয়োগকারীদের চোখে বাংলাদেশকে “চীন এবং ভারতের পর নতুন গন্তব্য হিসাবে দেখা যেতে পারে”--এমন মন্তব্য উঠে এসেছে ওই আয়োজন থেকে।