বাল্যবিয়ে নিরসনে সচেতনতা বাড়াতে কাজ চলমান: স্পিকার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১
বাল্যবিয়ে নিরসনে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং কাজী ও নিকাহ রেজিস্ট্রারদের আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, কর্মশালা আয়োজনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়ানো সম্ভব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টারগেশন পপুলেশন ইস্যুজ ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে।