![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhilsha-20210930190219.jpg)
ভারতে গেলো আরও দুই টন ইলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেলো দুই টন ইলিশ মাছ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইলিশ ভর্তি একটি পিকআপ আগরতলায় প্রবেশ করে।
প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫০ টাকা)। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশের এ চালান পাঠানো হয়েছে।