ভিডিও স্টোরি: গরিবের অ্যাম্বুলেন্স এখন অচল; অবহেলায় নষ্ট বিনা পয়সার ১১ বাহন
যমুনা টিভি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬
মোবাইল ফোনে কল দিলেই দিনরাত যে কোন সময় রোগীর বাড়ির দৌরগোড়ায় পৌঁছে যেতো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা। হাসপাতালে নিয়ে যেতে খরচ দিতে হতো ৩০ থেকে ১০০ টাকা। হতদরিদ্রদের বিনা পয়সাতেও মিলতো এই সেবা। পাবনার চাটমোহরের ১১ ইউনিয়নে গরীবের অ্যাম্বুলেন্স খ্যাত ১১টি বাহন নষ্ট হয়ে পড়ে আছে ৩ বছর ধরে। যানগুলো সচল করে জনপ্রিয় এই সার্ভিস আবারও চালুর দাবি স্থানীয়দের।
- ট্যাগ:
- ভিডিও
- অসহায় মানুষ
- অ্যাম্বুলেন্স
- অসহায় জনগন