কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমাদের নাগরিক দায়টা কী?

www.ajkerpatrika.com মামুনুর রশীদ প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬

ঢাকার অদূরে একটা শুটিংয়ের কাজে কয়েক দিন যাতায়াত করতে হচ্ছে। জায়গাটির নাম রয়না, কালীগঞ্জ উপজেলায়। ওখানে যেতে তিনটি পথ আছে।


একটি পূর্বাচলের মধ্য দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে টাঙ্গাইলের হাইওয়ে দিয়ে যাওয়া যায় উলুখোলা হয়ে। দ্বিতীয়টি আবদুল্লাহপুর হয়ে ময়নারটেক-উত্তরখান হয়ে উলুখোলা দিয়ে। তৃতীয় পথটি গেছে টঙ্গী পার হয়ে পূর্বাচলের পথ ধরে, টাঙ্গাইল হাইওয়ে দিয়ে, উলুখোলা হয়ে নাগরির কাছ দিয়ে সরু পথ ধরে। পূর্বাচলের রাস্তাটিতে এখন চলছে নানা ভাঙচুর, রাস্তা বেহাল। টঙ্গী পার হয়ে ডান দিকের যে রাস্তা সে বহুদূর এবং যানজটে বিপর্যস্ত। অগত্যা যাওয়ার পথ একটি তা হলো, উত্তরখান-ময়নারটেক হয়ে উলুখোলা। রাস্তা কোথাও প্রশস্ত, বিশেষ করে উত্তরা সিটি করপোরেশনের সীমানা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও