![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/09/30/koeman-300921-01.jpg1/ALTERNATES/w640/koeman-300921-01.jpg)
‘কুমানকে ছাঁটাই করলেই বার্সার সমস্যা মিটবে না’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪
মাঠে ও মাঠের বাইরে সময়টা মোটেও ভালো কাটছে না বার্সেলোনার। একের পর এক বাজে পারফরম্যান্সে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ক্রমেই পিছিয়ে পড়ছে তারা। তাতে দলটির ডাগআউটে রোনাল্ড কুমানের ভবিষ্যৎ নিয়েও বাড়ছে প্রশ্ন। তবে মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের মতে, কোচ পরিবর্তন করলেই রাতারাতি বদলে যাবে না তাদের দল।