ঢাবি ভর্তি: দালালের খপ্পরে না পড়তে সতর্ক করলো ছাত্রলীগ

জাগো নিউজ ২৪ মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবককে দালালের খপ্পরে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে ঢাবি ছাত্রলীগ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।


তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা যেন কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে অবৈধ আর্থিক লেনদেন না করেন। আমরা অনুরোধ করবো সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে এবং স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অসুদপায়ের বাইরে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। আমরা এবারও চাইবো সব ধরনের ডিজিটাল জালিয়াতি বন্ধের মাধ্যমে এবং সুন্দর ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হোক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও