কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিআরটিএর ঘুম ভাঙবে কবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮

গত সোমবার রাজধানীর বাড্ডা লিংক রোডে শওকত আলী নামের এক বাইকচালক যে ক্ষোভে-দুঃখে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন, সেটি সড়ক পরিবহন খাতের সীমাহীন নৈরাজ্য ও অনিয়মের একটি উদাহরণ মাত্র। ঘটনাটি মর্মান্তিক। বাইকচালক শওকত আলীর স্যানিটারি সামগ্রীর দোকান ছিল। করোনার কারণে সেই দোকান বন্ধ হয়ে গেলে তিনি ৮০ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনে রাইড শেয়ারিং বা যাত্রী পরিবহনের কাজ করতেন। কোনো কোম্পানির অ্যাপস ব্যবহার করে রাইড শেয়ারিং করলে ভাড়ার ২৫ শতাংশ তাদের দিতে হয়। শওকত আলী মনে করেন, এটি তাঁদের প্রতি জুলুম।


এ কারণে তিনি অ্যাপস ছাড়াই রাইড শেয়ারিং করে আসছিলেন। আরও অনেক বাইকচালক তা করেন এবং পদে পদে হয়রানির শিকার হন। কয়েক দিন আগে অ্যাপস না থাকায় শওকতের বিরুদ্ধে এক হাজার টাকার মামলা করে ট্রাফিক পুলিশ। সোমবার সকালে বাড্ডা লিংক রোডে এক পুলিশ সার্জেন্ট তাঁর গাড়ির কাগজপত্র নিয়ে যান। তখন শওকত মামলা না দেওয়ার অনুরোধ জানালেও ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র নিয়ে যান। এরপর শওকত নিজের বাইকে আগুন জ্বালিয়ে দিয়ে প্রতিবাদ জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও