কয়লার সংকটে বিপর্যয়
চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কম থাকায় রংপুরে নিয়মিত লোডশেডিং দেখা দিচ্ছে। জেলায় প্রতিদিনই লোডশেডিং দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। গত চার বছরে জেলায় যে পরিমাণে গ্রাহকসংখ্যা বেড়েছে, বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ সে তুলনায় বাড়েনি।
জেলায় বর্তমানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৫০ থেকে ১৫৫ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হচ্ছে ১০০ থেকে ১০৫ মেগাওয়াট। এ কারণে এলাকাভেদে বিভিন্ন সময় দুই থেকে তিন ঘণ্টার লোডশেডিং হচ্ছে।