মোটরসাইকেল দাঁড়ালেই মামলা!
দীর্ঘ তিন বছর মিলন মোটরসাইকেলে রাইড শেয়ারিং করছেন। প্রথম দিকে পার্টটাইম চালাতেন। করোনায় ব্যবসায়ের লোকসান হওয়ায় রাইড শেয়ারিং করেই পরিবারের খরচ চালাতে হয় তাকে। নিজের মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করে যা আসতো তাতে কোনোমতে চলছিল। আক্ষেপ নিয়ে মিলন বললেন, ‘যখন যাত্রী থাকে না, তখন দাঁড়ানোর জায়গা পাই না। দাঁড়ালেই পুলিশ ‘অবৈধ পার্কিং’-এর মামলা দেয়। যাত্রী না থাকলে সারাদিন ঘুরে ঘুরে তেল পোড়াবো?’