বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, পালালো বর পক্ষ
খুলনার পাইকগাছায় বাল্যবিয়ে আয়োজন ভেসে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার এ বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। পরে বাবার মুচলেকায় বাল্যবিয়ে থেকে রক্ষা পায় স্কুলছাত্রী কনে।
পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশা লতা খাতুন বলেন, বুধবার রাড়লী গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে লস্কর গ্রামের নান্টু গাজীর ছেলে নাঈম গাজীর বিয়ে আয়োজনের খবর আসে। আইনজীবী সমিতির একটি কক্ষে নোটারি পাবলিকের মাধ্যমে এ বিয়ের ব্যবস্থা করা হয় বলে জানা যায়।